নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক আয়োজিত ব্যবসায়িক সম্প্রদায় ও আর্থিক সংস্থার” সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর ২০২২) সকাল ১১ টায় আলো এনজিওর হল রুমে উক্ত আলোচনা সভা আয়োজন করা হয়।
আলো এনজিও সংস্থার নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা সভাপতিত্বে টুন্টু চাকমার উক্ত সভা পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন,জেলা সমবায় কর্মকর্তা আশিষ কুমার দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা,খাগড়াছড়ি কৃষি ব্যাংক ম্যানেজার দেবাশীষ ত্রিপুরা ও বিভিন্ন উপজেলার ফেডারেশনের সদস্যবৃন্দরা এতে উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম কুষ্ঠ নিয়ন্ত্রণ ও রিহ্যাবিলিটেশন প্রকল্প ব্যবস্থাপক পরশ চাকমার অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যর মধ্য দিয়ে এতে বক্তারা বলেন,কুষ্ঠ আক্রান্তরোগী ও প্রতিবন্ধী ব্যক্তিদের উৎপাদিত দ্রব্য প্রর্দশন এবং সুযোগ-সুবিধা ও সীমাবদ্ধতা সর্ম্পকে মতামত উপস্থাপন করা হয় এতে। এছাড়াও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা সর্ম্পকে বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা করা হয় অনুষ্ঠানে।