নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই:: পার্বত্য জেলার খাগড়াছড়ি বান্দরবান, রাঙ্গামাটি জেলায় উপজাতীয় সন্ত্রাসীদের চাঁদা আদায় ব্যপক হারে বেড়েই গেছে। চাঁদা না দিলে হত্যা, অপহরন ও আগুন দিয়ে যানবাহন জ¦ালিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। কাপ্তাই আগর বাগান সড়কে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় আগুনে জ্বালিয়ে দিল নতুন সিএনজি চালিত অটোরিকশা। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার সময় কাপ্তাই থেকে আসামবস্তির তিমুর সড়কে এ ঘটনা ঘটে।
অটোরিকশা চালক কামাল হোসেন (৩৪) জানান, আমি রাঙামাটি হতে যাত্রী নিয়ে কাপ্তাই যাচ্ছিলাম। এসময় সড়কে ৩ থেকে ৪ জন সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী গাড়ি রোধ করে এবং বলে অটোরিকশার টোকেন না কাটায় ( চাঁদা না দেয়ায়) তার বিরুদ্ধে অভিযোগ আনে। চালক সেই মুহূর্তে একহাজার টাকা দিতে চাইলে পাহাড়ি সশস্ত্র দুর্বৃত্তরা কোন কিছু না শুনে গাড়িটি জ্বালিয়ে দেয়।
এ ঘটনার সংবাদ শুনে দ্রুত কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই নতুন অটোরিকশাটি পুড়ে যায়। এছাড়াও কাপ্তাই ৭ আরই একটি টহলদলসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল উপস্থিত হন।
উক্ত ঘটনায় কাপ্তাই থেকে রাঙামাটি সড়কে অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে বলে চালক সমিতি সূত্রে জানা যায়।