নিজস্ব প্রতিবেদক, নানিয়ারচর:: রাঙামাটির নানিয়ারচরে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় গাড়িসহ সাত সদস্যকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয়রা।
বুধবার দিবাগত রাতে নানিয়ারচর হতে খাগড়াছড়ি যাওয়ার পথে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি এলাকায় স্থানীয় জনগন ১টি গরু ও পিকআপ ভ্যানসহ চোর চক্রের সাত সদস্যকে আটক করে নিকটস্থ পুলিশে সোপর্দ করে।
আটককৃতরা হলো, বগাছড়ির বাসিন্দা মানিক উল্লাহর বড় ছেলে সেলিম (৩০), হাফিজ উদ্দিনের ছেল কাদের (৪৬), খাগড়াছড়ি গুইমারা এলাকার বাসিন্দা রইছ মিয়ার পুত্র আব্দুল মান্নান (২৪), নুর হোসেনের পুত্র জাকারিয়া শেখ (২৪), শাহজাহার মোল্লার ছেলে রতন মোল্লা (২২), রফিকুল ইসলামের ছেলে মোস্তফা কামাল সাদ্দাম (২৬) এবং আবুল হাশেমের ছেলে মোর্শেদ আলী (২৬)।
এবিষয়ে নানিয়ারচর থানার ওসি সুজন হালদার বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে দীর্ঘদিন যাবৎ এরা নানিয়ারচরে গরু ছাগলসহ বিভিন্ন গবাদিপশু চুরি করে আসছিল। আমরা একটি গরু, একটি জীপগাড়ি ও চোর চক্রের ৭সদস্যকে আটক করেছি। মামলার এজাহার তৈরি করে এদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।