নুরুল আলম:: পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মুন্নি আক্তার (১৭) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার ৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলার ২নং তবলছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড আদর্শ গ্রামে এঘটনা ঘটে।
তবলছড়ি ৫নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আবুল হাশেম জানান, মুন্নি আক্তার স্থানীয় মনির হোসেনের মেয়ে। একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড দেওয়ানপাড়াবাসী বীর মুক্তিযোদ্ধা কালা মিয়ার ছেলের টাইলস মিস্ত্রি জামাল উদ্দিনের সাথে কয়েক বছর আগে মুন্নির বিয়ে হয়। তাদের ঘরে একটি শিশু সন্তান রয়েছে। পেশাগত কারণে জামাল উদ্দিন চট্টগামে থাকে।
শুনেছি মুন্নি তার স্বামীর সাথে দুপুরে দীর্ঘ সময় মোবাইলে কথা বলে। মুন্নির বাবার বাড়িতে পরিবারের অজান্তে আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে মুন্নির শিশু বাচ্চাটির কান্না শুনে বাবা মুনির হোসেন ঘরে ডুকে ঝুলন্ত অবস্থায় মুন্নির লাশ দেখতে পায়। তখন চিৎকার দিয়ে প্রতিবেশি জামাল ডাক্তারসহ অন্যান্যদেরকে জানালে তারা তবলছড়ি ফাঁড়ি পুলিশেকে খবর দেয়। খবর পেয়ে তবলছড়ি ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গমন করে লাশ উদ্ধার করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করেন।
মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।