নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই: কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) শিক্ষক কর্তৃক ছাত্রী যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
গত মঙ্গলবার সাধারণ শিক্ষার্থীরা ক্যা¤পাসের ভিতর অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এইসময় শিক্ষার্থীরা ঐ শিক্ষকের শাস্তি ও তাঁকে বহিস্কারের দাবি জানান। সাধারণ শিক্ষার্থীরা জানান,অত্র সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল উডএর জুনিয়র ইনসট্রাক্টর মো.এজাবুর আলম(৩৫) সিভিল উড বিভাগের এক ছাত্রীকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্কে জড়ানোর কুপ্রস্তাব দিয়ে আসছে। অভিযুক্ত ছাত্রী উক্ত শিক্ষকের বিচার চেয়ে গত ২৮আগস্ট চট্রগ্রাম হতে ডাকযোগে যোগে অধ্যক্ষ বরাবরে একটি চিঠি পাঠায়। তারই প্রেক্ষিতে আজকের এই সমাবেশ।
এই বিষয়ে কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার জানান, আমি গত ৩০ আগস্ট অভিযোগের চিঠি পাই এবং ঐ দিন চিঠি পেয়ে মেকানিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান ওমর ফারুককে আহবায়ক করে ৭সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করি এবং ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য বলি। তদন্ত রিপোর্টে যা আসে তা কারিগরি মন্ত্রণালয়ে পাঠিয়ে দিব বলে তিনি জানান।
অভিযুক্ত শিক্ষকের সাথে এই বিষয়ে মুঠো ফোনে জানতে চাইলে তিনি সবকিছু অস্বীকার করেন এবং যে অভিযোগ করেছে সে তার পরিবারের সদস্য এই ছাড়া কোনো অভিযোগ প্রমাণ হলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত তিনি মাথা পেতে নিবেন বলে জানান।