নুরুল আলম:: পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের হরতালের প্রেক্ষিতে আগামীকালের পার্বত্য ভূমি কমিশনের সভা স্থগিত করা হয়েছে।
ভূমি কমিশনের সচিব (যুগ্ম জেলা জজ) মোহাম্মদ নেজামউদ্দিন সাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার দুপুরে এ তথ্য জানা যায়। ওই চিঠিতে বলা হয়, ‘কমিশনের সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পার্বত্য নাগরিক পরিষদের ৬ ও ৭ সেপ্টেম্বর হরতাল আহ্বান করায় পূর্ব নির্ধারিত সভা স্থগিত করার অনুরোধ করায় এবং অন্যান্য সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে বুধবারের সভা কমিশনের সভা স্থগিত করা হলো। পরবর্তী তারিখ পরবর্তীতে জানানো হবে।’ রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে রাঙামাটিতে ডাকা হরতাল এখনও চলছে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জানিয়েছে, সভা স্থগিতের কোনো আনুষ্ঠানিক খবর পায়নি তারা। আনুষ্ঠানিক তথ্য না পেয়ে তারা হরতাল তুলে নেবেন না। জানা গেছে, সন্তু লারমাসহ ভূমি কমিশনের কয়েকজন সদস্যের আহ্বানে এই সভা স্থগিত করা হয়েছে।
হরতালে শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অন্যান্য যানবাহনও কম চলাচল করতে দেখা গেছে। হরতালের সমর্থনে সকালে শহরে মিছিল ও পিকেটিং করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
রাঙামাটিতে পার্বত্য ভূমি কমিশনের সভা প্রতিহত করতে এবং এ কমিশন আইন বাতিলসহ অন্যান্য দাবিদাওয়া আদায়ের জন্যই সর্বাত্মক হরতাল আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা। এই রির্পোট লিখা পর্যন্ত হরতাল তুলে নেবেন কিনা পরিষ্কার করে কিছুিই বলেননি তারা।