বিএম বাশার:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা রামসু বাজার এলাকা থেতে ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে গুইমারা থানা পুলিশ।
গুইমারা থানা অফিসার ইনর্চাজ মুহাম্মদ রশিদ এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে গুইমারার রামছুবাজার ব্রীজের সামনে পাঁকা রাস্তার উপর একজন লোক একটি ব্যাগসহ অপেক্ষা করতে দেখা গেলে পুলিশ এর গাড়ির অবস্থান টের পেয়ে ব্যাগ রেখে তৎক্ষণাত পালিয়ে যায় গাঁজা ব্যবসায়ী।
তখন ব্যাগটি তল্লাশি করলে ব্যাগের মধ্যে প্লাস্টিক দিয়ে মোড়ানো এবং টেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ০৮ (আট) কেজি গাঁজা পরিত্যক্ত হিসেবে উদ্ধার করে গুইমারা থানা পুলিশ।
সম্প্রতি ১সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। এসময় অভিযান পরিচালনা ছিলেন, গুইমারা থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ রশিদ, উপ-পরির্দশক (এসআই) সুজন কুমার চক্রবর্তী, উপ-পরির্দশক (এসআই) সাখাওয়াত হোসেন, উপ-পরির্দশক (এসআই) প্রদীপ চন্দ্র শীল।
এই বিষয়ে গুইমারা থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ রশীদ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কোনো মাদক, জুয়া কিংবা যেকোনো অপরাধিকে ছাড় দেওয়া হবে। সে যেই হোক তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে এবং গুইমারা রামসু বাজার থেকে উদ্ধারকৃত গাঁজা ব্যবসায়ীকে আটকের অভিযান অব্যাহত রয়েছে। আটক হলে তার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহন করা হবে।