নিজস্ব প্রতিবেদক:: বান্দরবানে জেএসএস (সংস্কার) এর জেলার সভাপতি রতন তঞ্চঙ্গ্যা সহ ৬জন ব্রাশফায়ারে হত্যার ঘটনায় বান্দরবান সদর থানায় ২০জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় জেএসএস (সংস্কার) এর জেলা কমিটির সেক্রেটারী উবামং মারমা বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন। এতে ১০জনের নাম উল্লেখ করে ও আরো ১০ জনকে অজ্ঞাত আসামী করে এ মামলা হয় বলে সূত্র জানায়।
বান্দরবান সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ৬জনকে গুলি করে হত্যার ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। মামলার বাদী জেএসএস (সংস্কার) এর সেক্রেটারী ক্যাবামং মারমা। মামলায় ১০জনের নাম দেয়া হয়েছে। এছাড়া আরো ১০জনকে অজ্ঞাত করা হয়েছে। এতে ৩০২, ৩০৭, ৩২৬ ও ৩৪ মামলা হয়েছে।
৭ জুলাই মঙ্গলবার সকাল ৭টার দিকে বান্দরবান সদর উপজেলার রাজিবিলা ইউনিয়নের বাঘমারা বাজারপাড়ায় সন্ত্রাসীদের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।
এতে জেএসএস সংস্কার এর জেলার সভাপতি রতন তঞ্চঙ্গ্যা, কেন্দ্রীয় সহ-সভাপতি বিমল কান্তি চাকমা ,সদস্য ডেবিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দিপেন ত্রিপুরা নিহত হয়। গুলিবিদ্ধ হয়ে আহত হয় বিদ্যুৎ ত্রিপুরা, নিরু চাকমা ও মেমানু মারমা।