শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

চিৎমরমে দু’পক্ষের মধ্যে থেমে থেমে গুলাগুলি, জনমনে আতঙ্ক


নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি :: রাঙামাটি কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩নং ওয়ার্ড বামনী পাড়ায় আঞ্চলিক দু’গ্রুপের মধ্যে গুলিবিনিময় চলছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৭.৪০ মিনিট থেকে আঞ্চলিক দুই দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে করে জনমনে আতঙ্ক বিরাজ করছে। আতঙ্কে চিৎমরম বাজার ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ রেখেছে।এলাকার লোকজন ভয়ে ঘর মধ্যে অবস্থান করছে।

চিৎমরমে বসবাসকারী রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী জানান, এলাকায় দু’টি পক্ষের মধ্যে বৃহস্পতিবার সকাল হতে থেমে থেমে গুলিবিনিময় হচ্ছে। যার ফলে আমরা ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।এলাকার লোকজন ভয়ে দোকানপাঠ বন্ধ করে নিজ নিজ বাসায় অবস্থান করছে। চলতি সপ্তাহের মধ্যে রাইখালী, নোয়াপাড়া, চন্দ্রঘোনা, চিৎমরম ও আবগার পাড়ার একের পর এক গুলিবিনিময়ের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী (ওসি) জানান, গত বুধবার বিকেল হতে জেএসএস (সন্তু) সমর্থিত সশস্ত্র সন্ত্রাসী এবং মগ পার্টির সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। উক্ত গুলিবর্ষণে হতাহতের কোন ঘটনা ঘটেনি এবং পুলিশ ঘটনাস্থলে আছেন বলে জানান তিনি।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!