লক্ষ্মীছড়িতে আ.লীগের শোকসভা
আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে শোকাবহ আগস্ট উপলক্ষে এক বিশাল শোকসভা করেছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন । রোববার (২৮ আগষ্ট) সকালে লক্ষ্মীছড়ি কমিউনিটি সেন্টারে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেম্রাচাই চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু। তিনি বলেন, আগস্ট মাসের শোককে শক্তিতে রুপান্তরিত করে বিএনপি ও জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, পাজেপ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এমএ জব্বার, মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পাজেপ সদস্য মো: মাঈন উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে,সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল বাহার,লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন বেপারী প্রমুখ।
এছাড়াও শোকসভায় স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে এদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। বিএনপি-জামাত উন্নয়নে বিশ্বাস করেনা বলেই তারা ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত।
বর্তমান সরকার এদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করে তুলেছে। তাই পদ্মাসেতু করে শেখ হাসিনা বিরল দৃষ্টান্ত স্থাপনের মধ্য দিয়ে এদেশকে বিশ্বের দরবারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছে। এছাড়াও ভূমিহীনদের ঘর উপহার দেওয়া থেকে শুরু করে সাধারন মানুষের কষ্ট লাগবে বর্তমান শেখ হাসিনার সরকার কার করে যাচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা। তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান বক্তারা।