শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

ছাড় দেওয়া হবে না কোন অপরাধীকে

আল-মামুন,খাগড়াছড়ি:: কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না মন্তব্য করে খাগড়াছড়ির নবাগত পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম বলেছেন, যে কোন ধরনের অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ সব সময় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। অপরাধ ও অপরাধীদের দমনে প্রয়োজন সকলের আন্তরিকতা ও পারস্পারিক সহযোগিতা। তাই অপরাধ রোধে সাংবাদিকদের সন্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন খাগড়াছড়িতে নবাগত পুলিশ সুপার মো: নাইমুল হক।

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপার সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সব সময় কর্ম দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। এছাড়াও ভুল তথ্য বিভ্রান্তী ছড়ায় উল্লেখ করে যাছাই-বাছাই করে সঠিক সংবাদ উপস্থাপনে আন্তরিক ভূমিকা পালনেরও আহবান জানান তিনি।

বাংলাদেশ পুলিশ জনগণের সেবা ও অপরাধ দমনে বদ্ধপরিকর। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি এর ব্যাতিক্রম নয়। চলমান সকল বিষয়ে অফিসারদের দক্ষতার সাথে কাজ করার পাশাপাশি সাংবাদিকদের তথ্য দিয়ে সহায়তা দেওয়ার পাশাপাশি পুলিশ-সাংবাদিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি, দীর্ঘ কর্মজীবনের কথা তুলে ধরে খাগড়াছড়িতে অপরাধ নিমূল করে জনগণের প্রত্যাশিত শান্তি বজায় রাখতে কাজ করে যাবেন বলে অনুভূমি ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান পিপিএম-সেবা,অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা,এইচ,এম এরশাদ, সিনিয়র সাংবাদিক ও অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা,খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারন সম্পাদক সৈকত দেওয়ানসহ পেশাজীবি সকল সাংবাদিকরা এতে অংশ নেন। এছাড়াও খাগড়াছড়ি সদর থানার ওসি মো: আরিফুর রহমান,ট্রাফিক পুলিশের টিআই সুপ্রিয় দেব, ডিবি’র ওসি মোহাম্মদ শামসুজ্জামান,ডিআইওওয়ান মো: আনোরুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় নবাগত পুলিশ সুপারকে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!