শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪


নুরুল আলম:: খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩-বিজিবি) প্রায় ৭ কেজি ভারতীয় গাঁজা ও ২৮ বোতল মদসহ সিএনজি চালিত দুটি অটোরিকশা জব্দ করেছে। এসময় এক মাদক পাচারকারীকেও আটক করা হয়েছে। আটক ভুজপুরেরর চিকনছড়ার হলুদিয়া গ্রামের সিদ্দিকুর রহসানের ছেলে এবং গাঁজা পাচারকারী।

বিজিবি সূত্র জানায়, বুধবার (২৪ আগস্ট) রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) কয়লারমুখ চেক পোস্টে বিজিবি গোপনসূত্রে খবর পেয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা আটক করে তল্লাশি করে। এসময় উক্ত অটোরিকশায় ৫ কেজি ভারতীয় গাঁজাসহ মো. মান্নানুর রহমান (২৭) নামে এক ব্যক্তিকে আটক করে।

বিজিবি জব্দকৃত গাঁজা ও অটোরিকশাসহ আটক মন্নানুর রহমানকে জোরারগঞ্জ থানায় সৌপর্দ করেছে। এ ব্যাপারে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে সোমবার ( ২২ আগস্ট) এক কেজি ৯০০ গ্রাম ভারতীয় গাঁজা ও ২৮ বোতল মদসহ সিএনজি চালিত একটি অটোরিকশা জব্দ করা হয়।

আটকৃকত সিএনজি চালিত অটোরিকশা সীতাকুণ্ড কাস্টমস অফিসে ও জোরারগঞ্জ থানায় জিডি এন্ট্রি করে পরবর্তীতে ধ্বংস করার জন্য আটককৃত গাঁজা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!