নিজস্ব প্রতিবেদক, কাউখালী: সড়ক দুর্ঘটনায় আহত রাঙামাটি কাউখালীর বেতবুনিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র আব্দুর রহমান মারা গেছেন। শনিবার (২০ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রহমান কাউখালীর কলমপতি ইউনিয়নের ডাব্বুনিয়া ছড়া এলাকার মো. মোস্তফার ছেলে। সে বেতবুনিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার ৯ম শ্রেণির ছাত্র ছিলো বলেন জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম।
জানা যায়, বুধবার স্কুল ছুটি শেষে বন্ধুদের নিয়ে (সিএনজি) অটোরিক্সায় করে বাড়ি ফেরার পথে গুইয়াতল এলাকায় রাঙামাটি থেকে ছেড়ে আসা পাহাড়িকা বাসের সাথে তাদের বহনকারী সিএনজির সংঘর্ষ হয়। সংঘর্ষে আব্দুর রহমানসহ ৪ জন গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর গুরুতর আহত আব্দুর রহমানসহ ৪জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে স্থানীয়রা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে চারদিন জীবনের সাথে লড়াই করে শুক্রবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে আব্দুর রহমান। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।