শিরোনাম
বৃহঃ. ডিসে ২৬, ২০২৪

কাপ্তাইয়ে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপিত


নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই:: ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কাপ্তাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা অনুষ্ঠানের আয়োজন করা। এ উপলক্ষে শুক্রবার সকালে কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে কেপিএম হরিমন্দির হতে জন্মাষ্টমীর মহা শোভাযাত্রা বের করা হয়, যেটি বড়ইছড়ি সদর পরিভ্রমণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় কাপ্তাই উপজেলার বিভিন্ন মন্দিরের সনাতনী ভক্ত, পুজারী, ইসকন নামহট্ট সংঘের সদস্য সহ সামাজিক ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দরা অংশ নিয়েছে। শোভাযাত্রা শেষে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী।

কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি সুর্বণ ভট্রাচার্য্য এর সভাপতিত্বে এইসময় উপস্থিত ছিলেন ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, কর্ণফুলী শ্রীশ্রী হরিমন্দিরের সভাপতি প্রকৌশলী স্বপন সরকার, সাধারন সম্পাদক তপন কুমার মল্লিক, ধর্মীয় বক্তা শীলছড়ি ভক্তি বেদান্ত ছাত্রাবাসের কো-অর্ডিনেটর শ্রী রাঘব প্রাণ গৌর দাস, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির উপদেষ্টা বাবুল কান্তি দেব, ভক্তপ্রবর ডাঃ সাধন বিকাশ রায়, ইউপি সদস্য নীলকান্ত মল্লিক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারন সম্পাদক উৎপল কান্তি ভট্টাচার্য্য। সঞ্চালনা করেন কাপ্তাই প্রেস ক্লাব সম্পাদক ঝুলন দত্ত। এর আগে কেপিএম হরিমন্দির প্রাঙ্গণে পঞ্চপ্রদীপ জ্বালানোর মাধ্যমে জন্মাষ্টমীর শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!