নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:: ২০০৫ সালের ১৭ আগস্ট জামায়াত শিবির মদদ পুষ্ট নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক একযোগে দেশব্যাপী নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় শ্রমিকলীগ ।
১৭ আগষ্ট বুধববার বিকালে উপজেলা ও পৌর শ্রমিকলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ হারুন মিয়ার নেতৃত্বে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি মাটিরাঙ্গা পৌরসভা পর্যন্ত প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করা হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে শ্রমিকলীগের সভাপতি হরুন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা,সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।