নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় উপজেলা পুষ্টি সমন্বয়ক কমিটির উদ্যোগে বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও ফিডব্যাগ গ্রহণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ।
১৭ আগস্ট ২০২২ বুধবার সকাল ১০ ঘটিকায় গুইমারা উপজেলা সম্মেলন কক্ষে লিন প্রকল্পের সমন্বয়ক জয় মোহন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও ফিডব্যাগ গ্রহন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সদস্য ও হাফছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, গুইমারা সরকারি কলেজ এর অধ্যক্ষ মো: নাজিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাবলু হোসেন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোই মারমা, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, লিন প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা সহ উপজেলা-ইউনিয়নের জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
এসময় প্রধান অতিথি বলেন, পুষ্টি সংক্রান্ত বিষয়ে সকলকে সচেতন হতে হবে এবং স্কুল, মাদ্রাসা সহ সকলকে পাড়া মহল্লায় গিয়ে পুষ্টি সংক্রান্ত বিষয়ে সচেতনতা মূলক অবহিত করার আহ্বান জানান। এছাড়াও বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য রাখেন।
পরিশেষে সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও ফিডব্যাগ গ্রহণ কর্মশার্লায় পুষ্টি জাতীয় খাদ্য খাওয়ার বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে বলেন, ইতিপূর্বে যেসকল পুষ্টি বিষয়ক কর্মকান্ড হয়েছে তা আগামীতেও অব্যহত থাকবে আর এজন্য উপজেলার উদ্ধোতন কর্মকর্তার সাথে সমন্বয় করে সকল প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহন করার পরামর্শ দেন। এছাড়াও বাল্যবিবাহ রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।