নুরুল আলম: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।
১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মাসিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ রশিদ, উপজেলা প্রাণী ও সম্পদ বিষয়ক কর্মকর্তা ডা. আলমগীর হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক প্রমূখ।
এসময় সভায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডে সহযোগিতা করার জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যানকে সহযোগিতা করার মাধ্যমে সকলকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়াও বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
পরিশেষে সভার সভাপতি উপজেলা চেয়ারম্যান মেমং মারমা বলেন, গুইমারা উপজেলার উন্নয়ন মুলক কাজ সামনে এগিয়ে নেওয়ার জন্য সকলের সহযোগিতা কাম্য।