নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাইয়ের কর্ণফুলী
সরকারি কলেজে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সকালে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ,এইচ,এম বেলাল চৌধুরী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ এম,সিরাজুদ্দিন, অধ্যাপক আব্দুল আজিম, আনোয়ারুল ইসলাম, ডঃ নাসিরুদ্দিন, পলাশ বড়ুয়া, সাইফুল আলম, শিবু শংকর বোস। এছাড়া দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ কামাল। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।