শিরোনাম
বৃহঃ. ডিসে ২৬, ২০২৪

রাঙামাটিতে জাতির পিতার শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক,রাঙামাটি:: যথাযোগ্য মর্যাদায় রাঙামাটিতে পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসের শুরুতে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ সরকারের পক্ষে বঙ্গবন্ধুর মুড়ালে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এরপর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ, রাঙামাটি প্রেস ক্লাব, তথ্য অফিসসহ বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ হতে বঙ্গবন্ধুর মুড়ালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা, সকাল ৯টায় রাঙামাটি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের উদ্যোগে এবং সরকারি বেসরকারি কার্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে দিবসটি পালন করছে। শোক দিবস উপলক্ষে জেলার সবসরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!