নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর বিদায়ের মাধ্যমে নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্লা’র বরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
৪ আগস্ট ২০২২ বৃহস্পতিবার বিকালে গুইমারা উপজেলা মিলানায়তনে অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী অফিসারের বিদায়ের মাধ্যমে নব- যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্লার বরণ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা প্রানী ও সম্পদ বিষয়ক কর্মকর্তা ডা. আলমঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীরণ পাল, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি ব্যসরকারি কর্মকর্তা, কর্মচারী।
এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার রক্তিম চৌধরী এবং গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা ফুল দিয়ে বরণ করে নেন।