নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় অবৈধ বালু উত্তোলন অব্যহত। সরকারি নিয়মনীতি অমান্য করেই চলছে এসব অবৈধভাবে বালু উত্তোলনের কাজ। এসকল কাজে হাত রয়েছে প্রভাবশালী মহলের।
জানাযায়, মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নে অবৈধ বালু মহালে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত এক অভিযানে এ জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৩ নম্বর যোগ্যাছেলা ইউনিয়নের আসাদতলী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু উত্তোলনের সত্যতা পাওয়া গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করেন।
এ সময় তিনি বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এ দুটি মামলায় ৬০ হাজার টাকা করে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।