নুরুল আলম:: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রতিনিয়তিই আসছে অবৈধ ভাবে ভারতীয় পন্যসহ গবাধি পশু ও মাদকদ্রব্য।
সম্প্রতি, ২০২২ খাগড়াছড়ির রামগড় সীমান্ত এলাকা থেকে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ির চালান আটক করেছে বিজিবি-৪৩। সীমান্তবর্তী ফেনীনদীর পার্শ্ববর্তী বড়খেদা এলাকা হতে মালিকবিহীন অবস্থায় শাড়িগুলো আটক করা হয়েছে।
জানা যায়, সীমান্তবর্তী ফেনীনদী পাড় হয়ে বাংলাদেশ পাচার হয়ে আসা আটক শাড়ির চালান সমতল জেলায় পাঠানোর জন্য বড়খেদা এলাকায় রাখা হয়েছিল।
বিজিবি জানায়, আটককৃত শাড়ির আনুমানিক বাজার মূল্য ৩৯ লাখ ২০ হাজার টাকা। আটককৃত মালামাল কাস্টমসে জমা দেয়ার হয়েছে।
এদিকে, শুক্রবার (২৯ জুলাই) দুপুরে সীমান্তবর্তী মন্দিরঘাট এলাকা হতে প্রায় ১০০ কেজি ভারতীয় পেস্তোদানা জব্দ করে বিজিবি। এর বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। দুইটি আটকের ঘটনায় মালামালের আনুমানিক বাজারমূল্য ৪২ লক্ষ ২০ হাজার টাকা বলে ধারণা করেছে বিজিবি।