আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৮ জুলাই ২০২২) বিকাল ৪ টায় মানিকছড়ি টাউন হল মিলনায়তনে আয়োজিত সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বৃক্ষরোপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা কৃষকলীগের আহবায়ক পিন্টু ভট্টাচার্য।
সম্মেলনে মানিকছড়ি কৃষকলীগের আহবায়ক মো: শাহ আলমের সভাপতিত্বে মানিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শমসের আলী সুমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন, মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও খাগড়াছড়ি পাজেপ সদস্য মো: মাঈন উদ্দিন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় সদস্য মোতাহের হোসেন চৌধুরী,খাগড়াছড়ি জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক টারজেন বড়ুয়া। সম্মেলনে প্রধান বক্তা জেলা কৃষকলীগের সদস্য সচিব খোকন চাকমা,মানিকছড়ি উপজেলা যুবলীগ সভাপতি সামায়ুন কবির সামু বক্তব্য রাখেন। ছাড়াও চন্দন ত্রিপুরা,সদস্য সুমন রুদ্র এতে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কৃষকলীগ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের কাজ করে যাচ্ছে। কৃষকলীগ বাংলার মাটিতে সোনার ফসল ফলান। আর অন্তরে স্বপ্ন বুনেন বঙ্গবন্ধুর আর্দশের। তাই সু-সংগঠিত কৃষকলীগ সোনার বাংলা গঠনে অগ্রণী ভুমিকা পালনের পাশাপাশি যে কোন কর্মসূচী বাস্তবায়ন করে আওয়ামী লীগের সহযোদ্ধা হিসেবে কৃষকলীগ কাজ করেছে বলে মন্তব্য করেন বক্তারা। এর আগে দলের জন্য আত্মত্যাগী ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্বরণে এক মিনিট নীরবতা পালন করে আতিথিরা।
পরে মো: শাহ আলমকে সভাপতি, মোঃ কামাল হোসেনকে সাধারণ সম্পাদক ও মোঃ ফজলুল হককে সাংগঠনিক সম্পাদক করে মানিকছড়ি উপজেলা কৃষক লীগের আংশিক কমিটি ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।