মেহেদি ইমাম, নানিয়ারচর:: রাঙামাটির নানিয়ারচরে নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধে দিনব্যাপী (তিন ব্যাচে ৩দিন) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার (২৫ জুলাই) উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ঝিনু চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমা, অফিসার ইনচার্জ সুজন হালদারসহ গণমাধ্যম কর্মী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সূত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে, উপজেলা পরিষদের সহযোগিতায় ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর অর্থায়নে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের কে সচেতনতা অবলম্বন করতে বলেন। বক্তারা আরো বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। ইভটিজিং এর মাধ্যমে শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে। তাই আজ থেকেই বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে।