আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে অজ্ঞাত এক নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ জুলাই ২০২২) দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়ির একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোঃ আরিফুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। সম্ভবত কয়েকদিন আগে এই নারীর মৃত্যু হয়েছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় এলাকায় নানা জল্পনা-কল্পনা দেখা দিয়েছে। এই নারী কে? কোতা থেকে আসলে তা নিয়ে নানা গুঞ্জন দেখা দিয়েছে।