নুরুল আলম, খাগড়াছড়ি:: ‘বাঁচলো কৃষক বাঁচলো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই ২০২২) সকাল সাড়ে ১১ টায় পানছড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনের শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছা,বৃক্ষরোপন,জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা কৃষকলীগের আহবায়ক পিন্টু ভট্টাচার্য। এতে প্রধান বক্তা ছিলেন, খাগড়াছড়ি জেলা কৃষকলীগের সদস্য সচিব খোকন চাকমা।
পরে পানছড়ি উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহজাহান কবির সাজু সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো:আব্দুল মোমিন।
এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা,পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব ,বাংলাদেশ কৃষক লীগের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, বাংলাদেশ কৃষকলীগ সদস্য মোতাহের হোসেন চৌধুরী।
এতে বক্তারা বলেন, কৃষকলীগ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগের শক্ত হাতিয়ার ও বঙ্গবন্ধুর আর্দশের নির্ভীক মুজিব সেনার দায়িত্ব পালন করবে। পাশাপাশি আওয়ামীলীগ ঘোষিত যে কোন কর্মসূচী বাস্তবায়নে শক্তিশালী ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেন বক্তারা।
এতে খাগড়াছড়ি জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক টারজেন বড়ুয়া, চন্দন ত্রিপুরা,সদস্য সুমন রুদ্র উপস্থিত ছিলেন। পরে শাহজাহান কবির সাজুকে সভাপতি,মো: ইমাম হোসেনকে সাধারন সম্পাদক ও টিকলু চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পানছড়ি উপজেলা কৃষক লীগের কমিটি ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।