শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে গুইমারাতে সপ্তাহ ব্যাপী নানা আয়োজন

নুরুল আলম: নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে ২৩ জুলাই থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের লক্ষে সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করেছে গুইমারা উপজেলা মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন কমিটি।

শনিবার (২৩ জুলাই) সকাল ১০টায় গুইমারা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে, গুইমারা উপজেলা মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন কমিটি কর্তৃক সপ্তাহ ব্যাপী গৃহীত নানা কর্মসূচী তুলে ধরেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল আলী, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, অর্থ সম্পাদক শাহ আলমসহ স্থানীয় সাংবাদিক এবং উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সংশ্লিষ্টরা।

কর্মসূচীতে রয়েছে, মাইকিং, ব্যানার-ফেস্টুন এর মাধ্যমে ব্যাপক প্রচরণা, সাংবাদিকদের সাথে মতবিনিমিয় সভা, ব্যানার ফেস্টুন সহযোগে সড়ক র‌্যালী ও উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষিদেরকে পুরস্কার প্রদান, উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোট/অভিযোগ পরিচালনা, উপজেলা গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফল ভোগীদের প্রশিক্ষণ/বিভিন্ন উপকরণ বিতরণ, এআইজি বিকল্প কর্মসংস্থানের উপকরণ, মৎস্য, খাদ্য, উৎপাদন উপকরণ ইত্যাদি এবং জাতীয় মৎস্য সপ্তাহ মুল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!