নুরুল আলম:: সারা দেশের ন্যায় সরকারের আশ্রয়ণ প্রকপ্লের আওতায় তয় পর্যায়ে(২য় ধাপে) খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেলেন আরো ৬৫ পরিবার।
বৃহস্পতিবার(২১জুলাই)প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে শুভ উদ্বোধন করার পর,সুবিধাভোগী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার,ঘর ও জমির দলিল হস্তান্তর করেন,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) গোলাম মো.বাতেন,নবনির্বাচিত গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা,ভাইস চেয়ারম্যান কংজরি মারমা।
এর আগে গুইমারা উপজেলা সম্মেলন কক্ষে প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় উদ্বোধন কার্যক্রম প্রদর্শীত হয়।
অনুষ্ঠানে,গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা,হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চেšধুরী,সিন্দুছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা,গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন,গুইমারা থানার এস আই আল আমিন,গুইমারা প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল আলী,সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদসহ জনপ্রতিনিধি,শিক্ষক,সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তি,সাংবাদিক এবং সুবিধাভোগী পরিবার প্রধানগন উপস্থিত ছিলেন।