নুরুল আলম:: গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের কালাপানি এলাকা থেকে বন বিড়াল আহত অবস্থায় এলাকাবাসী দেখতে পেয়ে ফরেষ্ট অফিসের রেঞ্জ কর্মকর্তা অনুকর চাকমাকে খবর দেওয়া হয়। তখন রেঞ্জের সহকারী কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত বন বিড়ালটিকে উদ্ধার করে নিয়ে আছে।
গত ১৭ জুলাই ২০২২ইং রবিবার রাতে গুইমারার কালাপানি এলাকা থেকে আহত অবস্থায় এক বন বিড়াল উদ্ধার করা হয়। তৎক্ষণাত বিড়ালটিকে রেঞ্জে নিয়ে আসা হয়। ১৮ জুলাই সোমবার গুইমারা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ নিয়ে আসেন। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার করে বন বিড়াল সুস্থ্য ও স্বাভাবিক মনে হয়। তবে কিছুটু উত্তেজিত মনে হলেও অতিরিক্ত লোক সমাগমের কারনে এমনটি হয়েছে বলে ধারণা করা হয়।
পরিক্ষা নিরিক্ষার পর জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা অনুকর চাকমার নেতৃত্বে খাগড়াছড়ি জেলার সংরক্ষিত বনে ছেড়ে দেওয়া হয়। তখন উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা রেঞ্জ ও বন বিভাগে বন রক্ষি আব্দুল মন্নান, নিলা মহল চাকমা সহ অন্যান্য কর্মচারী বৃন্দ।