শিরোনাম
বৃহঃ. ডিসে ২৬, ২০২৪

অত্যাধুনিক একে ২২রাইফেল,গুলি ও ৩১ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার

আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গোলাগুলিতে উত্তম কুমার ত্রিপুরা (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলা তাইন্দং ইউনিয়নের সুকুমার কার্বারি পাড়ায় এ ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি একে ২২রাইফেল, তিন রাউন্ড তাজা গুলি, ৩১ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করে বিজিবি’র যামিনী পাড়া জোন।

এ ঘটনায় পাহাড়ের আঞ্চলিক দুই আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসীথ) এবং ইউপিডিএফ গণতান্ত্রিক এর নাম উঠে আসলেও এমন ঘটনার সাথে ইউপিডিএফ গণতান্ত্রিক জড়িত নয় বলে জানান সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে জানান, ঐ এলাকায় ইউপিডিএফ গণতান্ত্রিক এর সক্রিয়তা নেই।

অপরদিকে-ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসিত) জেলা সংগঠক অংগ্য মারমা এ ধরনের ঘটনার নিন্দা জানান। একই সাথে সকালে মুখোশধারীদের অতর্কিত হামলা স্থানীয় যুবক উত্তম কুমার নিহত হয়েছে বলে জানান। নিহত উত্তম কুমার ত্রিপুরা স্থানীয় হেডম্যান পাড়ার সুনীল ত্রিপুরার ছেলে বলে জানা যায়।

নিহত যুবক ইউপিডিএফের কেউ নয় জানিয়ে গুলিতে ইউপিডিএফের এক কর্মী আহত হয়েছে বলেও জানান ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ হয়ে নিহত উত্তম কুমার ত্রিপুরার (২৬) লাশ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। খবর পেয়ে বিজিবি যামিনী পাড়া জোন অধিনায়ক ল্যাফটেন্ট কর্ণেল এবিএম জাহিদুল করিম’র নেতৃত্বে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি একে ২২রাইফেল, তিন রাউন্ড তাজা গুলি, ৩১ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহতের লাশ উদ্ধারসহ পুলিশের পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!