শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নাটক মঞ্চস্থ, ২০ জন নাট্য ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান


নুরুল আলম:: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে অবক্ষয় মঞ্চস্থ ও গুণিজন সম্মননা দেয়া হয়েছে।
গত ৩ জুলাই ২০২২ সন্ধ্যায় উপজেলা মিলনায়তন এ মঞ্চ নাটক ও নাট্যকারদের সম্মননা দেয়া হয়। বিখ্যাত নাট্যকার ও নিদের্শক জন আশোক বাড়ৈর রচনা ও নাট্য পরিচালক আনিছুর রহমানের নিদের্শনায় অনুষ্টিত হয়।
বাচিক শিল্পি রওশন শরীফ তানি ও নূর মোহাম্মদ বাবুর সঞ্চলনায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমি সভাপতি মুনতাসির জাহান। প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মফিজুল হক, গেষ্ট অব অনার অতিথি ছিলেন, কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লে কর্নেল প্রকৌশলী সুদীপ্ত মজুমদার। স্বাগত ব্যক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সধারণ সম্পাদক ঝুলন দত্ত ও নাট্য উৎসবের আহŸায়ক আনিছুর রহমান।
নাট্যাঙ্গন ও সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য ৫জন মরোনত্তরসহ সর্বমোট কাপ্তাইয়ের ২০ জন নাট্যজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত হলেন, কাপ্তাই উপজেলা শিল্পকলা পরিষদের প্রতিষ্ঠাতা সহ সভাপতি ও চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের প্রাক্তন পরিচালক ডা. এস এম চৌধুরী (মরোনত্তর) শিল্পকলা পরিষদের প্রতিষ্ঠাতা সহ সভাপতি ও বিশিষ্ঠ কন্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক অংথোয়াই চৌধুরী (মরোনত্তর) শিল্পকলা পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাট্যজন, অভিনেতা, পরিচালক শেখ মহিউর রহমান (মনোনত্তর), শিল্পকলা পরিষদের প্রতিষ্ঠাতা নাট্য ভট্টাচার্য, আপ্রæসী মারমা (কারবারী), নাট্যজন, অভিনেতা ও নাট্যকার জন আশোক বাড়ৈ, নাট্যজান ও সাংষ্কৃতিক ব্যক্তিকে মোজাহেরুল ইসলাম, নাট্যকার জন অশোক বাড়ৈ, নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোজাহেরুল ইসলাম, নাট্যজন ও অভিনেতা এম ইসমাইল ফরিদ, ফারজানা হক, মো: রফিকুল ইসলাম, জামাল উদ্দিন জালালী, মো: রফিকুল ইসলাস তালুকদার, রনজিত মল্লিক, রডনি ওয়েন একার্ড, সৈয়দ ওয়াহিদুল আলম, সূপর্ণা বাড়ৈ, বেলাল আহাম্মদ, এ বি ছিদ্দিক এবং নাট্যজন ও অভিনেতা মন্টু মল্লিক।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!