শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ


কাপ্তাই প্রতিনিধি:: রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। সেইসাথে অবৈধ ভাবে এই মাছ বিপণন ও বিক্রির অপরাধে একজন মাছ বিক্রেতাকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে
বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৪ নং ধারা লঙ্ঘনের অপরাধে ৫নং ধারায় ২ হাজার টাকা অর্থদণ্ড ও ৯০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করেন। পরে জব্দকৃত মাছ কাপ্তাই উপজেলার চারটি এতিমখানায় বিতরণ করা হয়।

এইছাড়া একইদিন করোনা সংক্রমন আবারোও বেড়ে যাওয়ায় সাপ্তাহিক বড়ইছড়ি বাজারে ইউএনও মুনতাসির জাহান প্রচার প্রচারনা চালায় এবং ২ শত পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালীনসময়ে প্রসিকিউশন এর দায়িত্ব পালন করেন কাপ্তাই উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুর রহমান।

অভিযানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা এইসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!