নিজস্ব প্রতিবেদক:::: রাঙামাটির নানিয়ারচরে অবৈধ করাত কলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১লা জুন) দুপুরে করাতকল বিধিমালা আইন অনুযায়ী লাইসেন্সবিহীন করাতকল পরিচালনা করায় ঘিলাছড়ি ইউনিয়নে ২জন অবৈধ করাতকল মালিক কে ২০হাজার টাকা জরিমানা করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলুর রহমান।
এসময় সমর চাকমা ও রিন্টু চাকমা নামের ২জন অবৈধ করাতকল ব্যবসায়ীকে ১০হাজার টাকা করে মোট ২০হাজার টাকা জরিমানা এবং কল ২টি জব্দ করা হয়। এছাড়া একই এলাকার অপর একটি চেরাই মিলের মালিক না থাকায় চেরাই কলের সরঞ্জামাদি জব্দ করে উপজেলা ম্যাজিস্ট্রেট।
এবিষয়ে নির্বাহী অফিসার জানান, আজ আমরা ২টি করাত কল সিলগালা ও ২০হাজার টাকা জরিমানা আদায় করেছি। একটি কলাত কলের সরঞ্জাম জব্দ করেছি। নানিয়ারচরে অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট ব্যাক্তিসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।