শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

বাল্য বিবাহ অনুষ্ঠান বন্ধ ও জরিমানা করলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার


বিএম বশর, গুইমারা:: মোবাইল কোর্টের মাধ্যমে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার তৈকর্মা পাড়ায় বাল্য বিবাহ অনুষ্ঠান বন্ধ ও অভিভাবককে জরিমানা করা হয়েছে।

২ জুন বৃহস্পতিবার গুইমারা উপজেলার তৈকর্মা পাড়ার জিয়াবুল হকের মেয়ে জান্নাতুল ফেরদৌসের বাল্য বিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।
সেখানে গিয়ে বিবাহের আয়োজনের অনুষ্ঠান বন্ধ করে জান্নাতুল ফেরদৌসের অভিভাবক পারভীন বেগমকে বাল্য বিবাহ নিরোধ আইনের ২০১৭ সালের ৮ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ সময় উপস্থিত ছিলেন গুইমারা থানার সহকারী পুলিশ পরিদর্শক আবুল বাশার, হাফছড়ি ইউনিয়নের কাজী আবদুস সালাম।

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন বাল্য বিবাহ নিরোৎসাহিত করতে নোটারী পাবলিকসহ সকল সহযোগিতা কারীর বিরোদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা উচিত।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!