রাজনৈতিক সমীকরণ পাল্টানোর আভাস
নিজস্ব প্রতিবেদক:: ব্যাপক চাঞ্চল ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাঙ্গামাটি জেলা আ”লীগের সম্মেলন। রাজনৈতিক উত্তাপ ও আলোচনা-সমালোচনার শেষ পর্যায়ে দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ২৪ মে মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
নানা গুঞ্জন ও জল্পনা-কল্পনা। দীর্ঘ দুই যুগের পর শুধু সভাপতি পদ নিয়ে লড়াই হবে এবার। দীর্ঘ প্রায় ১ যুগের পর লড়াই হবে সাধারণ সম্পাদক পদে। গত ২৮ ডিসেম্বর ২০১২ সালে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর মেয়াদোর্ত্তীণ হওয়ায় পরবর্তী সম্মেলন হওয়ার কথা ছিল ২৫ নভেম্বর ২০১৯ সালে।
সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদেই তুমুল লড়াই হবে। দুই পদে এবার লড়ছেন ২জন করে ৪জন শক্তিশালী প্রার্থী। সভাপতি পদে জেলা আওয়ামীলীগের বর্তমান সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা চ্যালেঞ্জ করে লড়বেন দীর্ঘ ২৬ বছর ধরে সভাপতি পদ আকঁড়ে রাখা দীপংকর তালুকদার এমপির বিপরীতে।
সাধারণ সম্পাদক পদে বর্তমান দায়িত্বে থাকা হাজ্বী মোহাম্মদ মুছা মাতব্বর এবং সাবেক সাধারণ সম্পাদক হাজ্বী মো: কামাল উদ্দিন প্রতিদ্বন্ধিতা করবেন। জেলা আওয়ামী লীগের এবার সম্মেলন কাউন্সিলর হয়েছেন মোট ২৪৬জন। তারাই নিধারর্ণ করবেন জেলা আওয়ামীলীগের আগামীর নেতৃত্ব।