নুরুল আলম:: পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাল টাকাসহ দুই যুবককে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাজীপাড়া গ্রামের মৃত: রফিকুল ইসলামের ছেলে মো. রুবেল (২৫), ও বেলছড়ি ইউনিয়নের খেদাছড়া গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মো. জসিম উদ্দিন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২১ মে) বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি দল মাটিরাঙ্গা বাজারে জাহাঙ্গীর আলমের মোটর সাইকেল গ্যারেজ থেকে তাদেরকে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশী করে এক হাজার টাকা মূল্যমানের ৩৩টি জাল নোট উদ্ধার করে।
আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২২ মে) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, জাল নোট নিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করার অভিযোগে ৩৩ হাজার টাকার জালনোটসহ আটক দু-যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।