শিরোনাম
বৃহঃ. ডিসে ২৬, ২০২৪

রাঙামাটিতে ‘পার্বত্য সাংবাদিক ইউনিয়ন’ এর আত্ম প্রকাশ


নিজস্ব প্রতিবেদক: তরুণ সাংবাদিকদের সাথে নিয়ে তিন পার্বত্য জেলা ভিত্তিক লক্ষ্য রেখে এবার রাঙামাটিতে গঠন করা হলো ‘পার্বত্য সাংবাদিক ইউনিয়ন’। দীর্ঘ সময় ধরে আলোচনা পর্যালোচনার পর সোমবার (১৬ মে) স্থানীয় তরুণ সাংবাদিকদের উপস্থিতিতে নতুন এ সংগঠনটি এর আত্ম প্রকাশ করা হয়।

সোমবার বিকাল ৪ ঘটিকায় ‘সাপ্তাহিক পাহাড়ের সময়’ রাঙামাটি এর বৈঠক কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, পাহাড়ের সময় এর সম্পাদক ও প্রকাশক মিলটন বড়ুয়া। প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত শিক্ষিত তরুণদের উদ্যোগে আয়োজিত এ সভায় সাংবাদিক এ সংগঠনের গুরুত্ব ছিল সাংবাদিকতার পেশাগত দায়িত্বের মান উন্নয়নসহ প্রতিষ্ঠিত অন্যান্য সাংবাদিক সংগঠনের সাথে সমন্বয় ও উন্নয়ন। পরে তরুণ সকল সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে মিলটন বড়ুয়া, সভাপতি, মোহাম্মদ আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক, পলাশ চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক, সোহরাওয়ার্দী সাব্বির, সাংগঠনিক সম্পাদক, মনু মারমা, অর্থ সম্পাদক এবং মোঃ ইকবাল হোসেন, মোঃ আরিফুর রহমান’ কে কার্যকরী সদস্য করা হয়েছে। এছাড়া অনুষ্ঠিত সভায় অন্যান্য সাংবাদিক উপস্থিত থাকতে না পারলেও আগামী সভায় তাদেরও উপস্থিতিসহ সাংগঠনিক পদ পদবী এবং কর্মরত প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হবে।

উল্লেখ্য যে সাংবাদিক মিলটন বড়ুয়া এর আগে রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন প্রতিষ্ঠা করেছিলেন এবার তরুণ সাংবাদিকদের নিয়ে গঠন করলেন ‘পার্বত্য সাংবাদিক ইউনিয়ন’।॥

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!