শিরোনাম
শুক্র. ডিসে ২৭, ২০২৪

গুইমারা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

সরকারি উন্নয়ন কর্মকান্ড প্রচারের লক্ষ্যে

নুরুল আলম:: খাগড়াছড়ির গুইমারায় সরকারি উন্নয়ন কর্মকান্ড প্রচার বিষয় অবহিত করার লক্ষ্যে, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১৬ মে ২০২২ (সোমবার) বেলা ৩টার দিকে গুইমারা প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো: জসীম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, প্রশাসন ও অর্থ মন্ত্রনালয়ের মহাপরিচালক মো: তৈয়ব আলী, প্রচার ও সমন্বয় পরিচালক শিপলু জামান, ফেনী জেলার তথ্য অফিসার রেজাউল রাব্বি মনির, খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার বাপ্পি চক্রবর্তী, রামগড় সহকারি তথ্য অফিসার বেলায়েত হোসেন এবং গুইমারা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আলি, সাধারণ সম্পাদক দুলাল আহাম্মদ, অর্থ সম্পাদক শাহ আলম, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর রহিম, নির্বাহী সদস্য আশ্রাফুল ইসলাম বেলাল, মহিউদ্দিন, জনি ভট্টচার্জ্য ও মো: করিমুল হক সহ প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

সরকারের নীতি আদর্শ ও উন্নয়ন কার্যক্রমকে সরাসারি আন্ত:ব্যক্তিক ও গণযোগাযোগের মাধ্যমে প্রচার করা এবং দিনবদনের সনদ ভিশন ২০২১ বাস্তবায়ন ও ২০৪১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্য অর্জনসহ সকল উন্নয়ন কার্যক্রমের সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এ অধিদপ্তরের কার্যক্রমের অন্যতম লক্ষ্য। এছাড়া, সকল শ্রেনীর পেশার মানুষের মধ্যে রচনা গণযোগাযোগ অদিপ্তরের বিশেষ কাজ। জনগণকে সরাসরি উন্নয়নমূলক তথ্যের যোগান দেওয়া এবং জনগণকে সচেতন, শিক্ষিত ও উদ্ধুদ্ধ করা এ অধিদপ্তরের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

এসময় প্রধান অতিথি মো: জসিম উদ্দিন বলেন, চট্টগ্রাম ও সিলেট বিভাগে তথ্য অফিসারদের নিয়ে গত ১৪ মে ২০২২ খাগড়াছড়ি পার্বত্য জেলা উন্নয়ন বোর্ডে ১৫ ও ১৬ মে সাজেকে তথ্য অফিস সমূহে অটোমিশন সফটওয়্যার এ পিএ এম এম সফটওয়্যার ও এপিএ মনিরটিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি সাংবাদিকদের প্রচারের মাধ্যমে সরকারি উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা ও হলুদ সাংবাদিকদের চিহ্নিত করার জন্য আহ্বান করেন।

এসময় তিনি সভা শেষে গুইমারা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সাথে কৌশল বিনিময় করে এবং তার সফর সঙ্গীদের সাথে পরিচয় করিয়ে দিয়ে বিদায় নেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!