নিজস্ব প্রতিবেদক:: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের মুড়ংঘোনা এলাকায় (১১ বিজিবি) এর অভিযানে দেশীয় একনলা ২ টি বন্দুক উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৩ মে) রাত ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনস্থ লেম্বুছড়ি বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন দৌছড়ি ইউনিয়নের মুড়ংঘোনা এলাকায় গমন করে। উক্ত স্থানে তল্লাশি করে জঙ্গলের মধ্য হতে ২টি দেশীয় একনলা বন্দুক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
উদ্ধারকৃত অবৈধ অস্ত্র সম্পর্কে পার্শবর্তী লোকজনকে জিজ্ঞাসা করা হলে কোন প্রকার তথ্য পাওয়া যায়নি। উদ্ধারকৃত বন্দুক দুটি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডায়েরি করে জমা করা হয়েছে।
১১বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আভিযানিক ব্যবস্থা এবং যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।