নিজস্ব প্রতিবেদক: কাপ্তাই উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক পরিবহন আইনের ২০১৮ এর বিভিন্ন ধারায় ১৬ টি মামলায় ১৬টি মোটরসাইকেল এর বিরুদ্ধে মামলা দায়ের এবং ১০ হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এই অভিযান পরিচালনা করেন।
এসময় ফিটনেস বিহীন, হেলমেট বিহীন, লাইসেন্স বিহীন এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ী চলাচলের অপরাধে এসকল মামলা দায়ের করা হয়।
অভিযান পরিচালনাকালীন সময়ে কাপ্তাই উপজেলা কানুনগো সিরাজদ্দৌলা, কাপ্তাই থানার উপ পরিদর্শক মোঃ ইখতিয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।