শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে রাষ্ট্রপতির সাজেক ভ্রমণ স্থগিত


নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে সৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামী ১২ মে মহামান্য রাষ্ট্রপতির তিন দিনের রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্রমণ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার ১০ মে ২০২২ সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রটোকল শাখার কর্মকর্তা মো: নবীরুল ইসলাম সাক্ষরিত এক বার্তায় বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে অবগত করা হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন। এদিকে মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সমুদ্র পৃষ্ট থেকে ১৮ শত ফুট উচ্চতায় অবস্থিত রাঙ্গামাটির ছাদ খ্যাত সাজেক পর্যটন এলাকাকে নবরুপে সাজিয়ে তুলে নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছিল। কিন্তু ঘূর্নিঝড় অশনি’র প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সকল প্রস্তুতি শেষ করেও একেবারে শেষ সময়ে স্থগিত করা হয়েছে রাষ্ট্রপতির সাজেক ভ্রমণ। এতে সাজেকের স্থানীয় গ্রাম প্রধান হেডম্যান ও কারবারিসহ বসবাসকারী লুসাই সম্প্রদায়ের লোকজন খুবই হতাশা হয়েছেন।

সাজেকের স্থানীয়রা বলেন, মহামান্য আগমন স্থগিত হওয়ার আমরা খুবই দুঃখ প্রকাশ করছি হতাশ হয়েছি, পরিবেশের উপর কারো হাত নেই আমরা আশাবাদী আবহাওয়া ঠিক হয়ে গেলে মহামান্য রাষ্ট্রপতি আমাদের মাঝে আসবেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!