নিজস্ব প্রতিবেদক: কাপ্তাই উপজেলার জলবিদ্যুৎ কেন্দ্র এলাকার চৌধুরীছড়ার নীচের বাজারে অগ্নিকান্ডে একটি দোকান ও দুইটি বসতঘর পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। গত রবিবার (৮ মে) আনুমানিক রাত সাড়ে ৩ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এ বিষয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, ভোর রাত ৪টায় আমরা খবর পেয়ে দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লাগছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ওই এলাকার চৌধুরীছড়া নীচ বাজার মসজিদের ইমাম ও ব্যবসায়ী হাফেজ শাহাবুদ্দীনের দোকানের মালামাল, ফ্রিজ, আসবাব পত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় দোকানের পাশে মো. শাহজাহান ও আবুল কালাম মুন্সির দু’টি ঘর ও মাছ ধরার ৫০ হাজার মিটার জাল আগুনে পুড়ে যায়। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সাড়ে ৪ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্তরা জানান।