নুরুল আলম:: গুইমারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
০১ মে রবিবার ২০২২ সকাল ১০টায় গুইমারা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কংজরী চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রণবিক্রম ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সদস্য চাইথোয়াই চৌধুরী। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমিরণপাল প্রমূখ।
উপজেলা নির্বাচনের প্রার্থীতা নিয়ে ৪জন প্রার্থীর নাম সভায় ঘোষণা করেন। প্রাস্তাবিত ৪জন প্রার্থীর নাম গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মেমং মারমা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সদস্য চাইথোয়াই চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সদস্য তাপস ত্রিপুরা।
নেতাকর্মীদের মতামত নিয়ে উল্লেখিথ ৪জন প্রার্থীর নাম ঘোষিত হয়। যাকেই প্রধান মন্ত্রী শেখ হাসিনা নোমিনেশন দিবে সেই পাবে নৌকার প্রতিক এবং তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বায়ন জানান।