নিজস্ব প্রতিবেদক॥ রাঙামাটিতে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবধর্না, সম্মাননা , একাদশ শ্রেণির বই বিতরণ, লাল ত্রিপুরা’র স্মরণে শিক্ষা বৃত্তি প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
গজর্নতলীর রোলেক্স স্মৃতির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম রাঙামাটি জেলা শাখার সভাপতি উর্মি ত্রিপুরার সভাপতিত্বে এবং পলি ত্রিপুরার সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি, রাঙামাটি জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা প্রীতি কান্তি ত্রিপুরা, সভাপতি সুরেশ ত্রিপুরা, রাঙামাটি পাবলিক কলেজ প্রভাষক (ইতিহাস বিভাগ) মুকুল কান্তি ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরাসহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে সংবধর্না, সম্মাননা, বই ও বৃত্তি প্রদান করেন।