নুরুল আলম:: গুইমারা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। শনিবার ৩০ শে এপ্রিল গুইমারা উপজেলা পরিষদের হল রুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গুইমারা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল আলমের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন (সাবেক) পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান বাবু কংজরী চৌধুরী।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য মেমং মারমা, সেনাবাহিনী ২৪ আর্টিলারি ব্রিগেডের লেফটেনেন্ট মোঃ মোতালেব হোসেন, গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, গুইমারা রিজিয়ন ও সিন্দুকছড়ি জোন এর প্রতিনিধি সহ সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গুইমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ দুলাল আহমেদ,সাংগঠনিক সম্পাদক আনন্দ সোম, কোষাধক্ষ্য শাহ আলম, প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর রহিম, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক ফোরকানুল হক সাকিব, আশরাফুল ইসলাম বেলাল, দিদারুল ইসলাম, এস এম মহিউদ্দিন, সহ প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সংবাদকর্মী গন উপস্থিত ছিলেন।
এসময় প্রেস ক্লাব সভাপতি বলেন, গুইমারা প্রেস ক্লাব দীর্ঘদিন থেকে সুনামের সহিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে,আগামীতে সবার সহাযোগিতা নিয়ে এভাবেই সকলের সেবা করার আশাব্যক্ত করেন তিনি।
ইফতার শুরুর আগে বিশ্ব মুসলিম উম্মাহের মাগফেরাত কামনায় এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করেন গুইমারা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা ওসমান গণি।