নুরুল আলম:: দেশের সর্ববৃহৎ সীমান্তবর্তী উপজেলার বাঘাইছড়ি পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন ২০২২ এ। প্রথমবারের মতো বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এ লক্ষ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল সোমবার (২৫ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। কমিশন সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নবনিযুক্ত নির্বাচন কমিশনের অধীনে দেশে এটাই প্রথম নির্বাচন।
আইন অনুযায়ী প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর হয় নির্বাচিত মেয়র কাউন্সিলরদের মেয়াদ কাল। এজন্য বাঘাইছড়ি পৌরসভার মেয়াদ শেষ হবে ২০২২ সালের ২১ মে। মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নিয়ম রয়েছে । সর্বশেষ বাঘাইছড়ি পৌরসভার ভোট হয়েছিল ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি।
আগামী ১৫ জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাঙ্ক্ষিত পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে, উক্ত পৌরসভাটি ২০০৪ সালে মোট ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়। নির্বাচনে ১ জন পৌরপ্রধান( মেয়র), ৯ জন পুরুষ ওয়ার্ড কাউন্সিলর, ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হবে। এমন তথ্য নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তা চৈতালী চাকমা ।
স‚ত্রটি আরও জানায়, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ১৭ মে , মনোনয়ন পত্র যাচাই- বাছাই ১৯ মে, প্রার্থীতা প্রত্যাহার শেষ দিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ১৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
২২.৮ বর্গমাইল আয়তনের এই পৌরসভার ৯ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা প্রায় ১২ হাজার , এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ৬ হাজার ৫ শত , নারী ভোটার প্রায় ৫ হাজার ৫ শত । সাধারণ ওয়ার্ড সংখ্যা ৯ টি, সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ৩ টি, মোট ভোট কেন্দ্র ৯ টি, মোট ভোট কক্ষ ৩৩ টি, অস্থায়ী কক্ষ নেই।
এরইমধ্যে নির্বাচন ঘিরে প্রার্থীদের নানা মহলে দোড়ঝাঁপ শুরু হয়েছে, সাধারণ ভোটারদের মাঝেও প্রথম বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে নানান গুঞ্জন দেখা দিয়েছে।