শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

খাগড়াছড়িতে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন


নুরুল আলম:: সারাদেশের ন্যায় খাগড়াছড়িতে ও মুজিবর্ষ উপলক্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এমন নিদের্শনা বাস্তবায়নের অংশ হিসেবে ঈদ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ৪শত ৯৮টি উপকারভোগীর মাঝে ঘরের চাবি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬এপ্রিল) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় তৃতীয় পর্যায়ে খাগড়াছড়ি সদর উপজেলায় ৩৮টি, মহালছড়িতে ২৭টি, দীঘিনালায় ৬০টি পানছড়ি ৮৭টি, রামড়ে ৭২টি গুইমারায় ৪৫টি, মাটিরাঙ্গায় ৫০টি, মানিকছড়ি ৩৫টি ও লক্ষ্মীছড়িতে ৮৪টি ঘর হস্তান্তর করা হবে।

জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাব চন্দ্র বিশ্বাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজাতীয় ভারত প্রত্যাগত শরর্ণাথী বিষয়ক টাস্কফোর্সর চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো: আব্দুল আজিজ, সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার প্রমূখ।

এছাড়াও খাগড়াছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, গোলাবাড়ী ইউনিয়নের উল্লাস ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়নের তপন বিকাশ ত্রিপুরা, ভাইবোনছড়া ইউনিয়নের সুজন চাকমা, কমলছড়ি ইউনিয়নের সুনীল চাকমাসহ খাগড়াছড়ি জেলয় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!