শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

কাপ্তাইয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:: কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠান মঙ্গলবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে গনভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারাদেশে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।

পরে কাপ্তাইয়ে অসহায় ৮ পরিবারকে আশ্রয়ন প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর গৃহ উপহারের সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া ২৫ জন অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, কাপ্তাই থানার ওসি মোঃ জসিম উদ্দীন, ওসি (তদন্ত) মোঃ আকতার হোসেন, চন্দ্রঘোনা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, চিৎমরম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়েশ্লি মং চৌধুরী সহ সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, ও বিভিন্ন ব্যক্তিবর্গ।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!