শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

গুইমারা রিজিয়ন কর্তৃক কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

নুরুল আলম:: পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণম‚লক কর্মস‚চি পরিচালনা করে আসছে। দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপ‚র্ণ অবদান রেখে চলেছে।

এরই ধারাবাহিকতায় ২০ এপ্রিল সকাল ১১ টার দিকে গুইমারা রিজিয়নের শহিদ লেঃ মুশফিক হলে থেকেই গুইমারা সরকারি কলেজের মাঠে সেনাবাহীনির গুইমারা রিজিয়নের এর পক্ষ থেকে দায়িত্বপ‚র্ণ এলাকার সাধারণ জনগনের ২৫০(দুইশত পঞ্চাশ) জন কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী ও ২৫ জন আসহয়ের মাঝে আর্থীক আনুদান প্রধান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কমান্ডার বিএ ৪৯৪২ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন বিএএমএস, এনডিসি, পিএসসি, জি। বিএম, বিএ ৭৫৮০ মেজর আহসান উজ্জামান পিএসসি জি, সহ সকল জোন কমান্ডার ও অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় রিজিয়ন কমান্ডার সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পরামর্শ দেন এবং ভবিষ্যতে এধরনের জনসেবাম‚লক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!