নুরুল আলম:: খাগড়াছড়ির দীঘিনালায় বাংলা নববর্ষ ১ লা বৈশাখ ১৪২৯ কে বরণ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে। দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে ও নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা’র সভাপতিত্বে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নেয়া হয়।
এসময় মঙ্গল শোভাযাত্রায় অংশনেয় উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর মোহাম্মদ মাইন উদ্দিন, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, কবাখালী ইউনিয়নের নলেজ চাকমা জ্ঞান প্রমূখ।
এছাড়াও অংশ নেয় উপজেলা প্রশাসন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা ও সামাজিক সকল সহযোগী সংগঠন ও শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।